1. my@banglakhobor.online : দৈনিক বাংলা খবর : দৈনিক বাংলা খবর
  2. info@www.banglakhobor.online : বাংলা খবর :
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন

ছোট সাজ্জাদ পুলিশ কে গুলি করে পালায়, আশঙ্কাজনক-০২, স্ত্রী কে দিয়ে ৩ পুলিশ সহ ৬ জনের বিরুদ্ধে মামলার রহস্য উদ্ঘাটন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

চট্টগ্রাম নগরীর ‘শিবির ক্যাডার’ হিসেবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ওরফে দুবাই সাজ্জাদের আরেক অনুসারী (ছোট সাজ্জাদ/ মোঃ সাজ্জাদ/সজ্জাদ হোসেন / বুড়ির নাতি) বিভিন্ন নামে পরিচিত যেন এরশাদ শিকদারের সন্ত্রাসী কর্মকাণ্ডকেও হারমানিয়েছে সাজ্জাদ”রা।

‘শিবির ক্যাডার’ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ক্রস ফায়ারের আসামি, বেশি কিছু দিন আগে চট্টগ্রাম নগরীর (এইট মার্ডার)এর আলোচিত ঘটনা এক সাথে ৮ জনকে হত্যা করে দুবাই পালিয়ে যাওয়ার পরে (ছোট সাজ্জাদ/ মোঃ সাজ্জাদ/সজ্জাদ হোসেন / বুড়ির নাতি) সেকেন্ডম্যান হিসেবে তৈরি হয়েছেন! বড় সাজ্জাদের আন্ডারে ছোট সাজ্জাদ চুরি, ছিনতাই ও ডাকাতি করতেন। বড় সাজ্জাদ ওরফে দুবাই সাজ্জাদ বিদেশে পালায়ন এর পরে তার দলের হাল ধরেছেন ছোট সাজ্জাদ আ.লীগ এর সাথে সখ্যতা রেখে! চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, মাদক ও অস্ত্র ব্যবসা সহ অস্ত্র ভাড়া দেওয়া হত্যার টেন্ডার নিতেন ছোট সাজ্জাদ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলরেরা জানান সাহেদ ইকবাল বাবু সহ আমরা সাজ্জাদের কাছ থেকে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে অস্ত্র ভাড়া নিতাম। প্রতিদিন ছোট অস্ত্র পাঁচ হাজার ও বড় অস্ত্র ১০ হাজার টাকা করে। ছোট সাজ্জাদের কাছ থেকে প্রায় ২০টি অস্ত্র ভাড়া নিয়ে জুলাই আগস্ট ছাত্র আন্দোলনে ব্যবহার করেছিলেন বায়জিদের ভোট বিহীন আওয়ামী লীগ’র ওয়ার্ড কাউন্সিলর”রা!

ছোট সাজ্জাদ ছোটবেলায় বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হলে পরে নানার বাড়িতে বড় হোন অযত্ন অবহেলায়। তখন থেকেই বুড়ির নাতি সাজ্জাদ টোকাই হিসেবে ফুটপাতে বড় হওয়া সাজ্জাদ অপরাধ জীবনের সূত্রপাত।
এক পর্যায়ে বড় সাজ্জাদ ওরফে দুবাই সাজ্জাদ এর ছত্রছায়ায় গেলে বুড়ির নাতি সাজ্জাদ তখন তার নাম হয় ছোট সাজ্জাদ। বড় সাজ্জাদ এইট মার্ডারের পরে দুবাই পালানোর পরে ছোট সাজ্জাদ দলের হাল ধরেন, বড় সাজ্জাদ দুবাই থেকে ছোট সাজ্জাদকে দিয়ে দলের চুরি, ছিনতাই, দখল, অস্ত্র, মাদক সহ দখলদারির ও চাঁদাবাজি। একটি সূত্র বলছে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না বেশ কিছু দিন আগে দুবাইতে যান শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাত ও পুলিশ হত্যা মামলার পলাতক আসামি আরব খাঁনের সাথে দেখা করেন। তামান্না আরব খাঁন’’র সাথে ছবি তোলে তার নিজ টিকটক ওয়ালেও আপ-লোড দিতে দেখা যায়। জানা যায় শীর্ষ সন্ত্রাসীদের সাথে তামান্না বিভিন্ন বিষয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আলোচনা করতে যান। আবার খাঁনের সাথে স্বর্ণ চোরা চালানের বিষয়ে আলোচনা করতে জান বলে একটি সূত্র বলছেন।

ছোট সাজ্জাদদের বিরুদ্ধে সি. আর মামলা ছাড়াও চলমান জি আর মামলা ১৫ টি,মধ্যে ১০টি মামলার ওয়ারেন্ট রয়েছে, তিন-তিনটি হত্যা মামলার আসামি পলাতক ‘”টপ ওয়ান্ডেট” ছোট সাজ্জাদকে ধরতে একের পর এক যৌথ অভিযান শুরু করেন পুলিশ। গত ০৪/১২/২০২৪ইং তারিখ ভোর ০৩.৩০ মিনিটের সময় চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় পুলিশ প্রশাসন যৌথ অভিযানে পরিচালনা করতে গেলে ছোট সাজ্জাদের বাসায় ঢুকতেই সাজ্জাদের স্ত্রী তামান্না ওরফে শারমিন আক্তার পুলিশকে বাধা প্রদান করেন এক পর্যায়ে তামান্না পুলিশের উপরে কাচের গ্যাস ছুড়ে দুই জন পুলিশ সদস্যকে আহত করে স্বামী সাজ্জাদকে পালাতে সাহায্য করেন। একপর্যায়ে স্ত্রী তামান্না ব্যর্থ হচ্ছেন ছোট সাজ্জাদ দুই হাতে পিস্তল নিয়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে ঘটনাস্থলে দু”জন নিরীহ ব্যক্তিকে গুরুতর আহত করে একদম ফিল্মি স্টাইলে ফায়ার করতে করতে ঘটনাস্থল হইতে পালিয়ে যান।

পরে পুলিশ আহত দুই জনকে বাঁচাতে হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থা তিন মাস হয়ে গেলেও এখন পর্যন্ত আশংকাজনক রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসা”রা। সাজ্জাদ পালিয়ে যাওয়ার পরে সাজ্জাদের স্ত্রী তামান্নাকে আসামি পালাতে সাহায্য করা সহ দুই পুলিশ সদস্যকে কাচের গ্যাস ছুড়ে আহত করার কারণে গ্রেফতার করেন পুলিশ। গত ০৪/১২/২০২৪ ইং তারিখে তামান্নাকে গ্রেফতার করে বিধি মোতাবেক থানা হাজতে রেখে পরের দিন সকালে তাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পুলিশ আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। তার দু”দিন পর তামান্নার জামিনে বাহির হয়ে তামান্না তার স্বামী শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ”কে বাঁচাতে তামান্নার গর্ভের ৩ মাসের সন্তান পুলিশ টর্চার করে নষ্ট করে দিয়েছেন বলে অভিযোগ উঠিয়ে বায়জিদ থানার ওসি আরিফুর রহমান’’সহ ২ পুলিশ সদস্য এবং সাজ্জাদের পিস্তল দ্বারা গুলিবিদ্ধ আহত ব্যক্তিকে জড়িয়ে আদালতে মামলা দায়েরের জন্য ১৫/০১/২০২৫ইং তারিখে পিটিশন দিয়েছেন। এর পর ছোট সাজ্জাদ তার নিজ ফেইসবুক লাইভে এসে বায়জিদ থানার ওসি আরিফ”কে তার হাত থেকে কেহ প্রাণে বাঁচাতে পারবেনা বলে হুমকি দিলে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় শুরু হয়ে যায়। অনুসন্ধানে জানা যায় যে, শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ”কে ধরে দিতে পারলে পুলিশ প্রশাসন পুরস্কার ঘোষণার পরেই স্ত্রী তামান্না সন্ত্রাসী স্বামী সাজ্জাদকে বাঁচাতে পুলিশের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেন!

সাজ্জাদের বাড়িতে অভিযানের সময় সময় ওসি আরিফুর রহমান ছিলেন না তবে ওসি আরিফুর রহমান ছিলেন না তাহলে কি ভাবে তামান্নাকে টর্চার করলেন? আর কি ভাবেই তামান্নার বাচ্চাই-বা নষ্ট করলেন? তখন আইন-শৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেন। একাধিকবার পদক প্রাপ্ত ওসি আরিফুর রহমান টর্চার করেছিলেন কিনা? অভিযানকালে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান অভিযানের সময় ওসি আরিফুর রহমান ছিলেন না বলে দাবি করেন।

গত ০৪/১২/২০২৪ ইং তারিখে তামান্নাকে গ্রেফতার করে আদালতে পাঠালে দুই দিন পর জামিনে মুক্তি পেয়ে কেন তামান্না ১৫/০১/২০২৫ইং তারিখে আদালতে পিটিশন দিয়েছেন। এক মাস দশ দিন পর এতো বিলম্ব কেন? তামান্নাকে যখন আদালতে হাজির করা হলো তখন তামান্নার টর্চারের কথা বললেন না, জেল গেইটেও এমন সিনটম থাকলে জেল হাজতে তাকে গ্রহণ করতেন না। দুই দিন কারাবাস করে জামিনে আসলেন তখনও বললেন না কেন প্রশ্ন জন-মনে? বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে উক্ত বিষয়ে কথা বলে জানা যায় গর্ভে থাকা ৩ মাসের বাচ্চা নষ্ট হলে সর্বোচ্চ ২৪ ঘণ্টার বেশি থাকতে পারবে না গর্ভ ধারিণী তার মাঝেই ডাক্তারের সেবা নিতে হবে নয়তো গর্ভ ধারিণী জীবন আশঙ্কার মধ্যে পড়ে যাবে। আর দুই দিন থানা হাজতে থেকে এমন কোন সিনটম নেই এটা কি ভাবে সম্ভব বলে বিশেষজ্ঞ ডাক্তারেরাও অবাক হোন।

তামান্নার জন্ম ৬ জুলাই ১৯৮৯ ইং তারিখে, প্রথম বিয়ে করেন ২০০৮ সালে রুকন উদ্দিন নামের একজনকে ২০১৬ সালে রুকন উদ্দিনের সাথে তামান্নার সাথে ছাড়াছাড়ি হয়ে যায় এর মাঝে তাদের একটি সন্তান হয়েছে নাম- রুহান তার বর্তমান বয়স ১৫ বছর। তামান্নার বিষয়ে জানতে স্বামী রুকন উদ্দিন ও আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে জানান তামান্না ওরফে শারমিন আক্তার চরিত্রগত সমস্যার কারণে দুজনের মাঝে ছাড়াছাড়ি হয়। ছোট সাজ্জাদের সাথে বিয়ে হয়েছে কিনা তা নিয়েও সংশয়ে রয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল। কারণ তাদের বিয়ের খবর টুকু জানেন না এলাকায় কেহ সবাই অবাক সাজ্জাদের স্ত্রী আসলো কোথায় থেকে? এছাড়াও সাজ্জাদের বয়স মাত্র ২৭ বছর আর তামান্নার বয়স ৩৫ বছর অনেকেই সাজ্জাদের রক্ষিতা বলছেন তামান্নাকে! তামান্না বিভিন্ন সময়ে দুবাই, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে ঘুরে বেড়ান ডিস্ক ক্লাবে। ভাবা যায় ডিস্ক ক্লাবের ঘুরে বেড়ানো নারীটাও প্রশাসনের বিরুদ্ধে মামলা করেন শীর্ষ সন্ত্রাসী স্বামীকে বাঁচাতে কতটা নিরলর্জতায় পৌঁছালে এমন কর্মকাণ্ডে লিপ্ত হয় মানুষ!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলা খবর-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট