“তোমার আমার বাংলাদেশে- ভোট দিব মিলেমিশে” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় ভোটার দিবস-২৫ উদযাপন উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাউজান উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের ব্যবস্থাপনায় পালিত হল ৭ম জাতীয় ভোটার দিবস-২৫। এই উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা ২রা মার্চ রবিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। উপজেলা নির্বাচন অফিসার রকর চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রাউজান থানার ওসি (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ওবাইদুল হক, উপজেলা কৃষি সম্প্রাসরাণ কর্মকর্তা সিরাজুল মনির।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রহমত উল্লাহ, উপজেলা ডেভেলাপমেন্ট ফেসিলিটেটর অর্ণব চাকমা সহ নির্বাচন অফিসারের কার্যালয়ের কর্মচারি ও ভোটাররা উপস্থিত ছিলেন।